ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৩, ৭:২৯:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার মল্লিকপুরে ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেসের নিচে কাটা পড়েন তিনি।
নিহত নারীর নাম মোছাম্মৎ সালেহা হোসেন (৫৫)। বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। খবর পেয়ে সিলেট রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে রাত সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে ওই নারী রেললাইন দিয়ে হেঁটে মল্লিকপুর থেকে ফেঞ্চুগঞ্জের দিকে যাচ্ছিলেন। সে সময় ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। লাশ উদ্ধারের পর ওই নারীর পরিচয় জানা যায়নি। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সহযোগিতায় নারীর হাতের ছাপ নিয়ে তার পরিচায় পাওয়া যায়।
সিলেট রেলওয়ে স্টেশনের উপপরিদর্শক (এসআই) মো. জয়নুল আবেদিন বলেন, নিহত নারী ভবঘুরে ছিলেন বলে স্থানীয় লোকজনের মাধ্যমে প্রাথমিকভাবে জানা গেছে। রেললাইনের ওপর দিয়ে হাঁটলেও ট্রেন আসার বিষয়টি তিনি খেয়াল করেননি বলে ধারণা করা হচ্ছে। এরপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, হাতের আঙ্গুলের ছাপ নিয়ে নাম ও বাড়ির ঠিকানা কুলাউড়া জানা গেলেও সেখানে তার আত্মীয় কাউকে পাওয়া যায়নি। স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায় তার এক ভাই আছেন, তিনিও ভবঘুরে। ওই নারীর মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।