শাবিতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ছাত্রকে মারধরের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৩, ৭:৩১:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিইবি বিভাগের ২০১৮-১৯ সেশনের এক ছাত্রকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের ২২৪ নম্বর কক্ষে মারধরের ঘটনা ঘটে বলে ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর ও প্রভোস্ট বরাবর এক অভিযোগপত্রে এসব উল্লেখ করেন।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা আজিজুল ইসলাম সীমান্ত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ও একই বিভাগের ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি একই হলের ৪২১ নম্বর কক্ষের বাসিন্দা। তারা উভয়ই ছাত্রলীগ নেতা তারেক হালিমীর অনুসারী।
প্রত্যক্ষদর্শী জানা, রাত ১২টার দিকে ২২৪ এ ঝামেলা শুনি। পরে মারধরের আওয়াজ পাই। ভিন্ন গ্রæপের নিয়ন্ত্রণাধীন কক্ষ হওয়ায় আমরা সেখানে যাইনি। পরে দেখলাম মিজানকে মেরে আহত করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগপত্র উল্লেখ করা হয়, রাতে রাজনৈতিক গ্রুপ মিটিং ডাকে আজিজুল ইসলাম সীমান্ত। টিউশনে থাকায় গ্রুপ মিটিং এ অংশ নিতে পারেন নি ভুক্তভোগী। এরপর নিজ কক্ষে ফিরলে সীমান্ত তাকে প্রথমে গালি দেন ও পরে লাথি মেরে রুম থেকে বের করে বেধড়ক মারধর করেন। এ ঘটনার পর নিজের নিরাপত্তা ও জড়িতদের শাস্তি চেয়ে আহত শিক্ষার্থী শাহপরান হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ পত্র দায়ের করেন।