দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৩, ৭:৩২:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোঃ রেজুয়ান আহমদ নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। অপর একজন সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তারা দু’জনেই মোটরসাইকেলের আরোহী ছিলেন।
নিহত মোঃ রেজুয়ান আহমদ জালালপুর ইউনিয়নের টাকিরমুড়া গ্রামের মকবুল আলীর ছেলে ও জালালপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র। আহত অপরজন হচ্ছে বালাগঞ্জ উপজেলার আজিজপুর গ্রামের আকবর। তিনিও জালালপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট-সুলতানপুর সড়কের সিলামে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহতের বিষয়টি মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মাইন উদ্দিন নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার পর আহত রেজওয়ানকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর রেজান মারা যান। এই ঘটনায় আহত আরো একজন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।