বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এনজিও কর্মকর্তা
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৩, ৭:৩৫:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের বাহুবলে নিজ ঘরে ফ্যান ঠিক করতে গিয়ে প্রাণ গেল জয়ন্ত পাল (৪২) নামে এক এনজিও কর্মকর্তার। শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের মৌড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
জয়ন্ত পাল ওই গ্রামের জ্যেতিময় পালের ছেলে। তিনি মৌলভীবাজার জেলার শমসেরনগর উপজেলায় এনজিও সংস্থা আশা অফিসে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন বাহুবল মডেল থানার (ওসি) রকিবুল ইসলাম খান।
স্থানীয় সূত্র জানায়, জয়ন্ত পালের ছোট ভাইকে পাত্র দেখতে তাদের বাড়িতে মেহমান আসার কথা ছিল। এরই প্রেক্ষিতে বাড়িতে একটি নষ্ট ফ্যান ঠিক করতে গেলে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে স্পৃষ্ট হন। তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।