সুরমা টাওয়ার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৩, ৭:৫৯:৪২ অপরাহ্ন
সিলেট মহানগরীর সুরমা টাওয়ার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৬ মে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সুরমা টাওয়ার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট মোঃ শামিম আহমেদ, মুহাম্মদ আলিম উদ্দিন, অ্যাডভোকেট মাওলানা মাহমুদুল হাসান।
ভোটগ্রহণ শেষে বিকেল সাড়ে ৫টায় ফলাফল ঘোষণা করা হয়। সুরমা টাওয়ার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে সোমা ওভারসিজের সত্ত্বাধিকারী মুহাম্মদ মোতাহার হোসেন বাবুল ৮৮ ভোট পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মেসার্স সেলিম ট্রাভেলস সার্ভিসের সত্ত্বাধিকারী মোঃ সেলিম আহমেদ ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে সিটি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মুহাম্মদ আমিরুল ইসলাম ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মুহাম্মদ সানোয়ার হোসেন, মুহাম্মদ আলিম উদ্দিন, মুহাম্মদ ফরিদ উদ্দিন, মুহাম্মদ জাহিদুর রহমান মাসুম, মাওলানা আরিফুল হক ইদ্রিস, অ্যাড. ফজলুল হক সেলিম, অ্যাড. মোজাক্কির হোসেন, অ্যাড. জাহাঙ্গীর আলম, অ্যাড. পুলিন বিহারি, মুহাম্মদ আব্দুল কাদির তালুকদার, মুহাম্মদ মমিন আহমেদ তালুকদার, মুহাম্মদ আবু তাহের রিপন, মুহাম্মদ হুমায়ুন কবির, হুমায়ুন করিম সাজু, মুহাম্মদ নান্নু মিয়া, মুহাম্মদ গোলামোর রাহমান, পারভেজ আহমেদ, মুহাম্মদ সোহেল আহমেদ, মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ ইফতেখার উদ্দিন, অ্যাড. আজাদ আহমেদ, মুহাম্মদ রহিম উদ্দিন, মুহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি