নতুন ওয়ার্ডগুলোতে মনোনয়ন সংগ্রহের প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৩, ৯:১৬:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নগরীর নতুন ওয়ার্ডগুলোতে কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহের যেন প্রতিযোগিতা লেগেছে। পুরাতন ওয়ার্ডগুলোর চেয়ে নতুন ওয়ার্ডে কাউন্সিলর পদে গড়ে দ্বিগুণেরও বেশি মনোনয়নপত্র সংগ্রহ করছেন আগ্রহী প্রার্থীরা। নির্ধারিত সময়ের আগে মনোনয়নপত্র সংগ্রহের রেকর্ড হতে পারে বলে আশা সংশ্লিষ্টদের।
বৃহস্পতিবার পর্যন্ত নগরীর নতুন সাধারণ ওয়ার্ডগুলোতে গড়ে ১১ জনেরও বেশি কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পুরাতন সাধারণ ওয়ার্ডে মনোনয়নপত্র সংগ্রহের গড় ৫ জনেরও কম। নতুন ও পুরাতন সংরক্ষিত নারী ওয়ার্ডে মনোনয়নপত্র সংগ্রহের গড় যথাক্রমে ৪ ও প্রায় ৯ জন।
সদর ও দক্ষিণ সুরমার তিন ইউনিয়ন যুক্ত হওয়ায় সিসিকের আওতা বেড়েছে। সম্প্রতি সদর ও দক্ষিণ সুরমা উপজেলার তিনটি ইউনিয়নকে সিসিকের আওতায় আনার ফলে নগরীর পরিধি দ্বিগুণেরও বেশি হয়েছে। এজন্য সিসিকের সাধারণ ওয়ার্ডের সংখ্যা ২৭ থেকে ৪২টিতে এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের সংখ্যা ৯ থেকে ১৪টিতে উন্নীত হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত নগরীর ৪২টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩০০ জন এবং ১৪টি সংরক্ষিত নারী ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে নগরীর পুরাতন ২৭টি সাধারণ ওয়ার্ডে ১৩১ জন এবং নতুন ১৫টি সাধারণ ওয়ার্ডে ১৬৯ জন কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে, এখন পর্যন্ত মেয়র পদে আওয়ামীলীগের আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফিজ মাওলানা মাহমুদুল হাসান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া স্বতন্ত্র আরও তিনজন প্রার্থী মেয়র পদে মনোনয়ন কিনেছেন।
সিসিক নির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের মিডিয়া সেলের অফিসার সৈয়দ কামাল হোসেন মনোনয়নপত্র সংগ্রহের সত্যতা নিশ্চিত করেন।