উইমেন্স নার্সিং কলেজে আন্তজার্তিক নার্স দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৩, ৯:৪৭:৪৫ অপরাহ্ন
সিলেট উইমেন্স নার্সিং কলেজে আন্তজার্তিক নার্স দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে নগরীতে র্যালী বের করা হয়। এতে কলেজের ছাত্র-শিক্ষক সবাই অংশ নেন। র্যালী শেষে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট উইমেন্স নার্সিং কলেজের অধ্যক্ষ ফয়সল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও লেকচারার সেলিনা বেগমের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের স্পন্সর প্রতিষ্ঠান হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা: ওয়েস আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রি: জেনারেল ডা: জি এম মনিরুল ইসলাম, সহকারি পরিচালক ডা: তাফহিম আহমদ রিফাত। স্বাগত বক্তব্য রাখেন মো: মিসবাহ উদ্দিন।
আরো বক্তব্য রাখেন লেকচারার সোনারী রানী দাস, সিনিয়র স্টাফ নার্স হালিমা খাতুন, খন্দকার ফারজানা, সুজাতা রানী দেব, নর্গিস সুলতানা, দিলরুবা খাতুন, শফিকুল ইসলাম প্রমুখ।
কোরআন থেকে তেলাওয়াত করেন হাসপাতালের নার্সিং সুপারভাইজার ফয়জুল্লাহ বাহার, গীতা পাঠ করেন আখী দাস। বিজ্ঞপ্তি