ইমাম সমিতি জৈন্তাপুর উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৩, ৬:৫৬:৩৬ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি জৈন্তাপুর উপজেলা শাখার ত্রিবাষিক সম্মেলন ১৩ মে শনিবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাফিজ শামসুজ্জামান, সেক্রেটারী হাফিজ জুনায়েদ আহমেদ।
সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম। বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দীন ভূইয়া, জৈন্তাপুর ইউপির চেয়ারম্যান ফখরুল ইসলাম। প্রধান নির্বাচন কমিষনার এর দায়িত্বে ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাওঃ মোহাম্মদ এহসান উদ্দিন।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি জৈন্তাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল জলিল এর সভাপতিত্বে ও উপজেলা জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা রফিকুল ইসলাম রায়হান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জৈন্তিয়া ডি এস আলীম মাদ্রাসার অবসর প্রাপ্ত শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি জৈন্তাপুর উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা আনোয়রুল আম্বিয়া, জৈন্তিয়া ডি এস মাদ্রাসার শিক্ষক মাওলানা আশফাক আহমদ।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ১নং নিজপাট ইউনিয়ন সভাপতি হাফিজ মাওলানা আজির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আবু সায়েদ আব্দুল্লাহ। ২নং জৈন্তাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ। ৩নং চারিকাটা ইউনিয়ন সভাপতি মাওলানা আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজ সারোয়ার হোসেন। ৪নং দরবস্ত ইউনিয়ন সভাপতি মাওলানা শাব্বীর আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা রিয়াজ উদ্দিন। ৫নং ফতেহপুর ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল জলিল, সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল কুদ্দুস। ৬নং চিকনাগুল ইউনিয়ন সভাপতি মাওলানা কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম নোমানী সহ ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।