মদিনা মার্কেটে দুই ছিনতাইকারী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৩, ৭:৫১:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে জনতার সহায়তায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ধৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার ছিনতাইকারীরা হলো- জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামের তামিম আহমদ ও কুমিল্লা লাকসামের মারুফ হোসেন জামাল।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে নগরীর মদিনা মার্কেট, আখালিয়া ও কালীবাড়ি এলাকায় চুরি-ছিনতাইয়ের অভিযোগে স্থানীয়দের সহায়তায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তাদের স্থায়ী কোন ঠিকানা নেই। নগরীতে ভাসমান হিসেবে বসবাস করে বিভিন্ন এলাকায় চুরি-ছিনতাই করতো তারা।