জাফলংয়ে লজ্জাবতী বানর উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৩, ৭:৫৭:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার জাফলং গুচ্ছ গ্রাম থেকে বানরটিকে উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. তাহমিলুর রহমানের নেতৃত্বে পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, গোয়াইনঘাট থানার এসআই এনামুল হকসহ পুলিশের একটি টিম উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. তাহমিলুর রহমান বলেন, সংরক্ষিত বনাঞ্চলের পাশেই লজ্জাবতী একটি বানর আটকা পড়েছে খবর পেয়ে এটি উদ্ধার করি। বানরটি প্রথমে দিতে না চাইলেও বুঝিয়ে বলার পর নিজাম উদ্দিন খলিফা সেটি আমাদের কাছে হস্তান্তর করেন। উদ্ধারকৃত বানরটিকে বন বিভাগের মাধ্যমে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।