সুদানে সাড়ে ৪ লাখ শিশু বাড়িছাড়া
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৩, ৮:১০:০২ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: সেনাবাহিনীর সঙ্গে আধাসামরিক বাহিনীর সংঘর্ষে তির শিকার হয়েছে সুদানের শিশুদের বড় একটি অংশ। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মতে, চলমান যুদ্ধের কারণে কমপে সাড়ে চার লাখ শিশু বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। খবর আনাদুলু। কয়েক সপ্তাহ ধরে আফ্রিকান দেশটির সেনাবাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘর্ষে শত শত মানুষ নিহত হয়েছে।
ইউনিসেফ এক বিবৃতিতে বলেছে, আনুমানিক ৮২ হাজার শিশু প্রতিবেশী দেশে পালিয়ে গেছে এবং বাকি তিন লাখ ৬৮ হাজার শিশু অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেছেন, সুদানের নৃশংস সংঘাতে মূল্য দিতে হচ্ছে শিশুদের। হাজার হাজার শিশু বেদনাদায়ক ঘটনার সম্মুখীন হয়েছে। অনেকে বাড়ি থেকে বিতাড়িত হয়েছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা অনুসারে, ১৫ এপ্রিল সহিংসতা শুরুর পর থেকে এক লাখ ৬৪ হাজারের বেশি মানুষ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, চাদ, মিসর, ইথিওপিয়া, লিবিয়া ও দণি সুদানে আশ্রয় নিয়েছে। সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান ও আরএসএফ কমান্ডার মোহাম্মদ হামদান দাগালোর মধ্যে লড়াইয়ে ৫৫০ জনের বেশি মানুষ নিহত ও হাজার হাজার আহত হয়েছে সুদানে।