কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের কার্যক্রম শুরু
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৩, ৯:১৫:৩১ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধিঃ
নব-নির্বাচিত ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ আলেম উলামা, প্রয়াত সাংবাদিক এবং ১৯৭১ সালের মহান স্বাধিনতাযুদ্ধ চলাকালীন সময়ে গণকবরে সায়িত শহীদদানদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেছেন।
গত শুক্রবার দুপুর ১টায় প্রথমে কানাইঘাট দারুল উলূম মাদ্রাসা প্রাঙ্গনে সায়িত উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মুশাহিদ বায়মপুরী রহ. এরপর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মাষ্টার এখলাছুর রহমান, প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি বাবুল আহমদ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাহিত্য ও প্রকাশনা সম্পাদক একেএম আম্বিয়া চৌধুরী, বাংলাদেশ তাবলীগ জামায়াতের আমির পীরে কামিল মাওলানা ফরমুজ উল্লাহ রহ. প্রখ্যাতে আলেমে দ্বীন ফজলে হক ফাযিল রহ. মাজার জিয়ারত করেন। সর্বশেষ ১৯৭১ সালের মহান স্বাধিনতা যুদ্ধা চলা কালিন সময়ে পৌরসভার বিষ্ণুপুর করচটি গ্রামে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে জিবন্ত গণকবর দেওয়া ১৯ শহীদ’দের স্মৃতিসৌধ (মাজার) জিয়ারত করেন।
কবর জিয়ারত কালে প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সহ-সভাপতি আব্দুন নূর, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাওলানা আসআদ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ সিদ্দিকি, তথ্য প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক জয়নাল আজাদ, প্রেসক্লাবের সাবেক তথ্য প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক সাংবাদিক তাওহিদুল ইসলাম, সংবাদকর্মী মিজানুর রহমান লাভলু।