খাদ্যের মূল্যসূচক ১২ মাসের সর্বোচ্চ
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৩, ৯:১৫:০৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : ১২ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে দাঁড়িয়েছে খাদ্যজাতীয় পণ্যের মূল্যসূচক। এপ্রিলে গড়ে বেড়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। সম্প্রতি এমনটাই উঠে এসেছে বিশ্বখাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিবেদনে। খবর ওয়ার্ল্ড গ্রেইন।
বিশ্বখাদ্য ও কৃষি সংস্থার প্রকাশিত খাদ্যপণ্য সূচকে (এফপিআই) এপ্রিলের গড় পয়েন্ট ছিল ১২৭ দশমিক ২, যা বছরওয়ারি ২০ শতাংশ কম। তালিকায় বেড়েছে চিনি ও গোশতের দাম।
অন্যদিকে এপ্রিলে খাদ্যশস্যের মূল্য সূচকের গড় ছিল ১৩৬ দশমিক ১ পয়েন্ট, যা বছরওয়ারি ২০ শতাংশ কম। প্রতিবেদন অনুযায়ী, অধিকাংশ প্রধান খাদ্যশস্যের দামই পূর্ববর্তী মাসের তুলনায় বেড়েছে। যদিও এপ্রিলে গমের দাম ২ দশমিক ৩ শতাংশ কমেছে, যা ২০২১ সালের জুলাইয়ের পর সর্বনিম্ন। রাশিয়া ও অস্ট্রেলিয়ার রফতানি প্রভাবিত করেছে বিশ্ববাজারে গমের দাম। এপ্রিলে ভুট্টার দাম কমেছে ৩ দশমিক ২ শতাংশ। বৈশ্বিক চাহিদা কমে যাওয়ার কারণে বার্লির দাম কমেছে ৪ দশমিক ৩ শতাংশ।