দিকভ্রান্ত ছাত্রসমাজকে কুরআনের আলোয় আলোকিত করতে শিবির কাজ করছে : মঞ্জুরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৩, ৬:১০:০২ অপরাহ্ন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মঞ্জুরুল ইসলাম বলেছেন, মহাগ্রন্থ কুরআন হচ্ছে মুসলমানদের মুক্তিসনদ। আর দেশের দিকভ্রান্ত ছাত্রসমাজকে কুরআনের আলোয় আলোকিত করতে ছাত্রশিবির কাজ করছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআন হাদীসের অনুসরণ, অনুকরণ এবং একদল সৎ, দক্ষ, আদর্শবান, মেধাবী সুনাগরিক প্রতিষ্ঠার মাধ্যমে কুরআনভিত্তিক সমাজ বিনির্মাণ করাই ছাত্রশিবিরের একমাত্র লক্ষ্য।
তিনি বৃহস্পতিবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখা আয়োজিত ‘কোরআন দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও কোরআন বিতরণে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি সিদ্দিক আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী শরীফ মাহমুদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের সভাপতি আব্দুল হালীমসহ মহানগর শিবিরের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ভারতের কলকাতা হাইকোর্টে দায়েরকৃত কোরআন বাজেয়াপ্ত মামলার প্রতিবাদে ১৯৮৫ সালের ১১ মে চাঁপাইনবাবগঞ্জের নিমতলা ঈদগাহ ময়দানে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। তৎকালীন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান মোল্লার নির্দেশে মিছিলে নির্বিচার গুলি চালানো হয়। এতে পাঁচ ছাত্রসহ মোট আটজন কোরআনপ্রেমী শাহাদাত বরণ করেন। তাদের শাহাদাতের ঘটনাকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এ দিনটিকে ওই সময় থেকেই ‘কোরআন দিবস’ হিসেবে পালন করে আসছে। বিজ্ঞপ্তি