কুলাউড়ায় বাংলা কাগজের ২০ বছর পূর্তি উদযাপন
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৩, ৬:১৪:০৯ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: যুক্তরাজ্য ও বাংলাদেশ থেকে প্রকাশিত পত্রিকা ‘বাংলা কাগজ’ এর প্রকাশনার ২০ বছর পূর্তি, যুক্তরাজ্য প্রবাসী বাংলা কাগজ এর সেক্রেটারি খসরু মোহাম্মদ খান ও বাংলা কাগজ বাংলাদেশ সংস্করণ এর উপদেষ্টা শাহ আখতার হোসেন টুটুল এর সাথে মতবিনিময় সভা ও কেক কাটা অনুষ্ঠান শনিবার রাতে কুলাউড়া শহরস্থ একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।
বাংলা কাগজ এর বাংলাদেশ সমন্বয়ক বদরুজ্জামান সজলের সভাপতিত্বে মতবিনিময় ও সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলা কাগজের সম্পাদক ও প্রকাশক এম.এ রহমান মুমিত। বাংলা কাগজের অনলাইন ভার্সন বাংলাদেশের সাব এডিটর মোঃ খালেদ পারভেজ বখশের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বাংলা কাগজ পরিচালনা পর্ষদ এর সাধারণ সম্পাদক গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে এর জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার খসরু মোহাম্মদ খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলা কাগজের বাংলাদেশ সংস্করণ উপদেষ্টা শাহ আক্তার হোসেন টুটুল, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুস সামাদ নজরুল, ট্রেজারার আলী আহসান হাবীব, অফিস সেক্রেটারি শাহা আলম ও খান ফাউন্ডেশনের সুলতান খান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, লংলা আধুনিক ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতাউর রহমান।
অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী তৈয়বুননেছা খানম একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমদ, এডভোকেট এটিএম মান্নান, বরমচাল স্কুল এন্ড কলেজের সহ-অধ্যাপক সিএম জয়নাল আবেদিন, কুলাউড়া সরকারি কলেজের প্রভাষক সিপার আহমদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, ডাঃ হেমন্ত পাল, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোঃ মোক্তাদির হোসেন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ মোঃ আশিকুর রহমান ফটিক, গজভাগ আহমদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আকদ্দছ আলী, কুলাউড়া শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অমলেন্দু চক্রবর্তী বিপুল, জাসদ উপজেলা সভাপতি রফিকুল ইসলাম টিপু, বাংলা কাগজের মার্কেটিং ম্যানেজার সাংবাদিক এইচ ডি রুবেল, মানব জমিনের কুলাউড়া প্রতিনিধি আলাউদ্দিন কবির, সমকালের কুলাউড়া প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, দেশের কন্ঠের কুলাউড়া প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, ধারা ভাষ্যকার ময়নুল ইসলাম পংকি, অনুলিপি অনলাইনের আশিকুল ইসলাম বাবু, আনন্দ বাজার পত্রিকা ও বাংলা কাগজের কুলাউড়া উপজেলা প্রতিনিধি সালাউদ্দিন, দৈনিক এইবেলা ও বাংলা কাগজ প্রতিনিধি হাসান আল মাহমুদ রাজু, জুড়ি নেটের আব্দুল হাকিম ইমন, বাংলা কাগজের ইউনিয়ন প্রতিনিধিদের মধ্যে ভাটেরা শেখ সাইফুল সিদ্দিকী, বরমচাল আব্দুর রহমান কাশেম শিপু, কর্মধা- জুবায়ের আহমদ, রাউৎগাও সুজন মিয়া, কুলাউড়া ইউনিয়নের ইব্রাহিম আলী প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বাংলা কাগজ এর ২০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটেন।
সভাশেষে সংবর্ধিত অতিথি বাংলা কাগজের পরিচালনা পর্ষদ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খসরু মোহাম্মদ খান ও বাংলা কাগজের উপদেষ্টা শাহ আক্তার হোসেন টুটুল এর হাতে সম্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেওয়া হয়।