জনতা ব্যাংকের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৩, ৭:১৮:৪৭ অপরাহ্ন
জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে জনতা ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এর উদ্যোগে এবং জনতা ব্যাংক লিমিটেড বিভাগীয় কার্যালয় সিলেট এর সার্বিক সহযোগিতায় ‘সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল” শীর্ষক কর্মশালা ও ফিডব্যাক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জনতা ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক প্রধান কার্যালয়ের জিএম (এইচআর) এ.কে.এম.ফজলুর রহমান।
জনতা ব্যাংক বিভাগীয় কার্যালয় সিলেট এর মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে কর্মশালায় আরো উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের এইচআরডি ডিপার্টমেন্ট এর উপমহাব্যবস্থাপক ছাবিকুন নাহার ও সহকারী মহাব্যবস্থাপক মোঃ ইব্রাহিম।
কর্মশালায় সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার এর এরিয়া প্রধানগণ, বিভাগীয় কার্যালয় সিলেট ও সিলেট কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক এবং বিভিন্ন শাখা থেকে আগত শাখা ব্যবস্থাপকবৃন্দ অংশ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি