সিলেটে কোরিয়ার ভাষা সেন্টার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৩, ৭:৩২:১৬ অপরাহ্ন
কোরিয়ান ভাষা শিক্ষার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ঢাকার বিজয় কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার এখন সিলেটে। শনিবার বিকাল চারটায় নগরীর সুরমা টাওয়ারের নবম তলায় তাদের সিলেট অফিসে এর উদ্বোধন করা হয়।
প্রিন্সিপাল আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সিলেট শাখার পরিচালক আব্দুল্লাহর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিজয় কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারের পরিচালক আল আমিন সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা টাওয়ারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহমদ।
উপস্থিত ছিলেন সেন্টারের শিক্ষক আল আমিন খান, সাইফুল্লাহ, গ্রীন বাংলা ট্রাভেলসের স্বত্বাধিকারী মাওলানা সেলিম আহমদ, খাজা ইয়ার ইন্টারন্যাশনাল স্বত্বাধিকারী সাদিক সালিম, এয়ার এশিয়ার স্বত্বাধিকারী আব্দুল মুমিন, মাস্টার ফারুক মিয়া, দক্ষিণ কোরিয়া প্রবাসী হাফিজ সাদ উদ্দিন, মাস্টার আনসার আলী, ইঞ্জিনিয়ার আহমদ সায়েম, মাওলানা শফিক উদ্দিন, সেবা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক জায়েদ আহমদ, দক্ষিণ কোরিয়া প্রবাসী জনাব জুনায়েদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি