বিশ্ব মা দিবসে এনজেএল ফাউন্ডেশনের র্যালি
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৩, ৭:৩৩:৫৪ অপরাহ্ন
বিশ্ব মা দিবস উপলক্ষে এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে রোববার সিলেটের কাজলশাহ এলাকায় এক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় ।
এনজেএল ফাউন্ডেশন ভবনে আয়োজিত সভায় বক্তব্য রাখেন এনজেএল ফাউন্ডেশন ও এনজেএল ইএনটি সেন্টারের চেয়ারম্যান ইএনটি সার্জন ডা: নূরুল হুদা নাঈম।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন এনজেএল ফাউন্ডেশন এর সদস্য সচিব এবং অনুষ্ঠানের সভাপতি এডভোকেট রেজাউল করিম তালুকদার, এনজেএল গর্বিত মা-বাবা সম্মাননা প্রোগ্রাম এর সদস্য সচিব এডভোকেট কবি আব্দুল মুকিত অপি। এছাড়াও উপস্থিত ছিলেন ডা. আব্দুল হান্নান, কিংকন রায়, সানজিদা সরকার, রুমেল আহমদ, জনি আহমদ জয়, লায়লা আক্তার, জুলমাতুন জুলি, শিলা আক্তার, ফাহিম আহমদ, হাসান রুমেল প্রমুখ। বিজ্ঞপ্তি