তালামীয কানাইঘাট উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৩, ৭:৩৬:৫৪ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলার আওতাধীন কানাইঘাট উপজেলা শাখা’র ২০২৩-২৪ সেশনের কাউন্সিল শনিবার সড়কের বাজার দলীয় কার্যালয়ে সম্পন্ন হয়।
উপজেলা শাখার বিদায়ী সভাপতি মো. তাজ উদ্দিন এর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীর আহমদ এর পরিচালনায় কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা’র সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলার সাধারণ সম্পাদক মো. হোসাইন আহমদ।
কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সহ প্রচার সম্পাদক আহমদ আল মনজুর, অফিস সম্পাদক আবু ছায়িদ মো. আশিক, কানাইঘাট উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন সিদ্দিকী, উপজেলা সাবেক সহ সভাপতি আহমদ নাঈম চৌধুরী।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আমিন আহমদকে সভাপতি, তানভীর আহমদকে সাধারণ সম্পাদক ও আব্দুল্লাহ আল মাহমুদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, মিজান আহমদ, সহ সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ সুমন, আশরাফ সিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক সায়াদ আহমদ, ফয়েজ আহমদ, প্রচার সম্পাদক আহসান হাবীব, সহ প্রচার সম্পাদক মিজান আহমদ, মিছবাউল ইসলাম, অর্থ সম্পাদক আবু উবায়দা সায়েম, অফিস সম্পাদক মাহমুদুর রহমান, সহ অফিস সম্পাদক, সোলাইমান আহমদ, কামরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক সিদ্দিকুর রহমান রাসেল, সহ প্রশিক্ষণ সম্পাদক তারেক আহমদ, আলবাব হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আহমদ শাহ মাশহুদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাইয়ান আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাসান আহমদ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য আলিম উদ্দিন, নুরুল ইসলাম বাবর, সুহেল আহমদ, শিমুল আহমদ, খালেদ আহমদ, এখলাছুর রহমান, আছাদ উদ্দিন।