নৌকায় ভোট চাওয়ায় জাপার সাবেক এমপিকে কারণ দর্শানোর নোটিশ
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৩, ৭:৫৭:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনীত মেয়র প্রার্থীকে পাশ কাটিয়ে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রোববার বিকেলে জাপা কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এ নোটিশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, গত শুক্রবার রাত ৯টার দিকে ইয়াহ্ইয়া চৌধুরী সিলেট সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের ঝেরঝেরিপাড়ায় মঞ্চে উপস্থিত হয়ে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে বক্তব্য রেখে ভোট চেয়েছেন। দলের মনোনীত মেয়র প্রার্থী থাকা সত্তে¡ও এমন কর্মকাÐ সুস্পষ্টভাবে দলীয় শৃঙ্খলা ও স্বার্থের পরিপন্থী। দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে কেন শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, এ বিষয়ে আগামী ৭ কার্যদিবসের মধ্যে ইয়াহ্ইয়া চৌধুরীকে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। জাপার চেয়ারম্যান ও মহাসচিবের নির্দেশে এ নোটিশ দেওয়া হয়েছে।
তবে ইয়াহ্ইয়া চৌধুরী নোটিশ পাননি দাবি করে বলেন, কারণ দর্শানোর নোটিশ এখনো হাতে পাইনি। পেলে অবশ্যই লিখিতভাবে জবাব দেব। তবে বিষয়টি নিয়ে কেন্দ্রে আমার আলাপ হয়েছে। মৌখিকভাবে আমি দলের নেতৃত্বকে জানিয়েছি, স্থানীয় বাসিন্দা হিসেবে আমি ওই সভায় যোগ দিয়েছিলাম।
গত শুক্রবার রাতে নগরের ঝেরঝেরিপাড়ায় সিলেট সিটিতে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর মতবিনিময় সভায় যোগ দিয়ে নৌকা প্রতীকের পক্ষে ভোট চান সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী। অথচ সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম ওরফে বাবুল দলীয় মনোনয়ন পেয়েছেন। তাই নৌকার পক্ষে ইয়াহ্ইয়ার ভোট চাওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে জাতীয় পার্টিতে।