পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে : বিচারপতি নিজামুল হক নাসিম
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৩, ৮:১০:১৮ অপরাহ্ন
বাংলাদেশ প্রেস কাউন্সিলের সেমিনার ও মতবিনিময়
স্টাফ রিপোর্টার : সিলেটের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টায় সিলেট সার্কিট হাউজ কনফারেন্স রুমে প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ ও প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের জন্য আচরণবিধি প্রতিপালন শীর্ষক এ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. মাসুদ খান, জেলা তথ্য অফিসের উপপরিচালক মো: সালাহ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। পেশাদার সাংবাদিকদের প্রেস কাউন্সিলের ২৫টি আচরণবিধি ও নীতিমালা রয়েছে। প্রেস কাউন্সিল বঙ্গবন্ধু ১৯৭৪ সালে ১৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেছেন। সত্য ও বস্তুনিষ্ঠ খবর প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারে। বঙ্গবন্ধু সাংবাদিকদের অনেক উঁচু স্থানের মানুষ মনে করতেন এবং সেই অনুযায়ী কাজ করতেন।
তিনি আরো বলেন, প্রেস কাউন্সিলের আইনে কি অধিকার আছে এবং সাংবাদিকদের কাজ কি তা বলা আছে। সাংবাদিকরা যদি আইন মেনে চলেন তাহলে আমার বিশ্বাস তারা সাংবাদিক হিসেবে আরো সুনাম অর্জন করতে পারবেন এবং মানুষের উপকারে আসবেন। সাংবাদিকদের ডাটাবেজ তৈরীসহ তাদের মান উন্নয়নের লক্ষ্য কাজ করছে বাংলাদেশ প্রেস কাউন্সিল।
বিচারপতি নিজামুল হক নাসিম বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে যারা মামলা করবেন অথবা সাংবাদিকরাও যদি কারও বিরুদ্ধে মামলা করেন তাহলে প্রেস কাউন্সিলে করতে পারবেন। এর মাধ্যমে কিছুটা হলেও মামলার জট কমবে বলে আমার ধারণা। পাশাপাশি প্রেস কাউন্সিল ট্রাইব্যুনাল এস্ট্রাবলিস্ট হবে। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বাস্তব ও ন্যায় সংগত লেখনীর মাধ্যমে সাংবাদিকদের এগিয়ে আসার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সহসভাপতি আব্দুল হান্নান, সাংবাদিক হাসিনা বেগম, তাপস দাস পুরকায়স্থ, ইমজা’র সাধারণ সম্পাদক গোলজার আহমদ, দৈনিক জালালাবাদের যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খান, আজকের পত্রিকা সিলেট প্রতিনিধি শাকিলা ববি ছাড়াও সিলেটের কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা বক্তব্য দেন।