বড়লেখায় পান ও সুপারি গাছ কেটে ফেলার প্রতিবাদে খাসিয়াদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৩, ৮:১৩:৫১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আল্লাদাদ চা বাগান ব্যবস্থাপক কর্তৃক বেরেঙ্গা খাসিয়াপুঞ্জির চারটি পানজুমের ৩ হাজার পান গাছ ও ৬০টি সুপারি গাছ কেটে ফেলার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাসিয়ারা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বড়লেখা ইন্ডিজিনাস পিপলস ডেভেলপমেন্ট ফোরামের ব্যানারে রোববার বেলা আড়াইটায় উপজেলার উত্তর শাহবাজপুর বাজারের বীর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বেরেঙ্গা খাসিয়াপুঞ্জির বাসিন্দাসহ ক্ষতিগ্রস্ত পরিবারের দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে স্থানীয় উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, বড়লেখা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সংহতি জানান। তারা এই ঘটনায় উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানান।
মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন ক্ষতিগ্রস্ত পানজুমের মালিক আদিবাসী অলমি খাসিয়া। বড়লেখা ইন্ডিজেনিয়াস পিপলস ডেভেলপমেন্ট ফোরামের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ শর্মার সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, ইউপি সদস্য ইসলাম উদ্দিন মন্টু, মাসুক উদ্দিন, আখলিম উদ্দিন, যুবলীগ নেতা এনামুল হক, নান্টু মারা, রাজেশ পস্না, ইন্ডিজেনিয়াস পিপলস ডেভেলপমেন্ট ফোরামের প্রচার সম্পাদক পাইলট মারলিয়া, শিক্ষার্থী স্টেফানিয়া চেল্লা, সন্তোষ পতাম, ওলমি খাসিয়া, মেলেট খাসিয়া, সুজাতা খাসিয়া প্রমুখ।
প্রসঙ্গত, গত সোমবার আল্লাদাদ চা বাগান ব্যবস্থাপক কর্তৃক বেরেঙ্গা খাসিয়াপুঞ্জির চারটি পানজুমের ৩ হাজার পান গাছ ও ৬০টি সুপারি গাছ কেটে ফেলার ঘটনায় চা বাগানের ম্যানেজার সিরাজ উদ্দিন, পাহারাদার নূর উদ্দিন ও আব্দুস সামাদের নামোল্লেখ ও আরো ১০-১২ জনকে অজ্ঞাত আসামী করে বড়লেখা থানায় লিখিত অভিযোগ করা হয়। ক্ষতিগ্রস্ত খাসিয়াদের পক্ষে অলমি খাসিয়া এই অভিযোগ দেন।