মানবতার কল্যাণে জামায়াতের কর্মতৎপরতা অব্যাহত থাকবে : ফখরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৩, ৮:১৭:০২ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিলেট মহানগরী আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দেশ জাতি চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। দেশে ইসলাম ও ইসলামী আন্দোলনকে দমিয়ে রাখার সুদুরপ্রসারি ষড়যন্ত্র চলছে। আর্তমানবতার কল্যাণে অগ্রণী ভুমিকা পালন করায় সিলেটের কৃতি সন্তান আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানকে ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে। কিন্তু আমীরে জামায়াতের কর্মতৎপরতা এখনো অব্যাহত রয়েছে। ভয়াবহ বন্যার এক বছর পেরিয়ে গেলেও জামায়াতের পুনর্বাসন কার্যক্রম আজো চলছে। যে কোন পরিস্থিতিতে মানবতার কল্যাণে জামায়াতের কর্মতৎপরতা অব্যাহত থাকবে।
তিনি রোববার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে সিলেট মহানগরীর আওতাধিন শাহপরান পূর্ব থানার খাদিমপাড়া ইউনিয়নের পীরের চক গ্রামে একটি ক্ষতিগ্রস্ত পরিবারের পূর্ণাঙ্গ ঘর নির্মাণের জন্য ঢেউটিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শাহপরান পূর্ব থানা জামায়াতের সেক্রেটারী মাওলানা ফয়জুর রহমানের পরিচালনায় ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বী ও যুবসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় জামায়াত নেতা মোহাম্মদ আব্দুল্লাহ ও সেলিম আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি