সিলেটে অতি ভারী বৃষ্টির আভাস
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৩, ৯:০৭:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে সিলেটসহ দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এরমধ্যে সিলেটে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একই সাথে দিনে (২-৫) ডিগ্রি সেলসিয়াস ও রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। রোববার সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একইসঙ্গে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
রাজশাহী ও রংপুর বিভাগসহ চুয়াডাঙ্গা, নেত্রকোণা, টাঙ্গাইল ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা প্রশমিত হতে পারে।
ঘূর্ণিঝড়ের দিনও সিলেটে দেখা মিলেনি বৃষ্টির। এর কারণ হিসেবে রোববার আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান জানান, এবার ঘূর্ণিঝড়ের দিনেও দেশের অনেক জায়গায় বৃষ্টিটা হয়নি। কারণ সাইক্লোনের শরীরটা আমাদের উপকূল থেকে বেশ দূরে ছিল। এটা যেহেতু মিয়ানমারের দিকে অগ্রসরমান ছিল, সেই কারণে সমস্ত শক্তি সাইক্লোন সেন্টারের দিকে পুঞ্জীভূত হয়। সেই কারণে দেশে বৃষ্টিপাত কমে যায়। সাইক্লোনের ফুল বডিটা উঠে গেলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। সেই আলোকে ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে সিলেট, ঢাকা ময়মনসিংহ ও চট্টগ্রাম এই ৪ বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। সোমবার থেকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগে বেড়ে যাবে। পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলেও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে।