গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে ২ দিন লাগবে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৩, ৯:১৩:২৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : আগামী দুইদিনের মধ্যে গ্যাস ও বিদুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে বিদুৎ স্থাপনার বড় ক্ষয়ক্ষতি হয়নি। বড় ক্ষতির আশঙ্কা আর নেই। বিদ্যুৎ সরবরাহ ঠিক হতে দুইদিন লাগবে।
নসরুল হামিদ জানান, মহেশখালীর দুই এলএনজি টার্মিনালের একটি ভেসে গেছে। সেটি ঠিক হতে ১০ থেকে ১৫ দিন সময় লাগবে। আরেকটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হলেও দুই দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এই দুইদিন ৪০০ ঘনমিটার গ্যাস ঘাটতি থাকবে।
ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে মহেশখালীর দুইটি ভাসমান এলএনজি টার্মিনাল হতে গত ১২ মে রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। একই কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় সারাদেশে লোডশেডিং হচ্ছে।