মারা গেছেন চিত্রনায়ক ফারুক
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৩, ১০:২৩:৪৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ সোমবার সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ও ছেলে।
ছেলে বলেন, ‘গত ৩-৪ দিন যাবত তার শরীর হঠাৎ খারাপ হয়ে যায়। মা ফোন দিয়ে আমাকে বলে সিঙ্গাপুরে আসতে। সংবাদটি শুনে দ্রুত আমি সেখানে যাই। হয়তো বাবা আমার জন্যই কদিন খুব কষ্ট করেছেন। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’