সোবহানীঘাট ও মহাজনপট্টিতে বাবুলের গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৩, ৫:২৩:৫৭ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল বলেছেন, আমি এই নগরীর সন্তান। এই শহরেই আমার বেড়ে ওঠা, ব্যবসা-বাণিজ্য, রাজনীতি সবই এখানে। পল্লীবন্ধু হোসেইন মোহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টি থেকে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি আমি। আপনাদের দোয়া, ভালোবাসা, সমর্থন রয়েছে বলেই আমি এতদূর আসতে পেরেছি। ইনশাআল্লাহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী ২১ জুন লাঙ্গল মার্কা বিপুল ভোটে জয়লাভ করবে। লাঙ্গলের বিজয় মানেই সিলেটবাসীর বিজয়।
সোমবার সকাল ১১টায় সিলেট নগরীর সোবহানীঘাটস্থ নওয়াব আলী সবজি মার্কেট, সিলেট ট্রেড সেন্টার এবং বেলা ১টায় মহাজনপট্টি এলাকার ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন নওয়াব আলী সবজি মার্কেটের উপদেষ্টা তেরা মিয়া, সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল শহীদ লস্কর বশীর, সিলেট জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসনাত বারাকাত, সিলেট ট্রেড সেন্টার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা দারা মিয়া, ছালেক মিয়া, সিনিয়র সহ সভাপতি আলেক মিয়া, সহ সভাপতি আলাউদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক রাজু মিয়া, নওয়াব আলী সবজি মার্কেট ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি আফরোজ মিয়া, যুগ্ম সম্পাদক সোলেমান মিয়া, বিপ্লব মিয়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গয়াছ মিয়া, জেলা যুব সংহতির আহবায়ক মর্তুজা আহমদ চৌধুরী, জাপা নেতা মুরাদ আহমদ শাহীন, মোহাম্মদ সুফিয়ান খান, আব্দুল হান্নান রুমন, সেবুল হোসেন তালুকদার, মো. নূর মিয়া, সাহেদ আহমদ, আব্দুল হান্নান চৌধুরী, মামুনুর রশীদ মামুন, দীপঙ্কর দে, নিজাম উদ্দিন, আব্দুল আহাদ, মুক্তা মিয়া, মোস্তাক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি