“ডিজিটাল নিরাপত্তা আইনের সংস্কার জরুরী”- প্রেস কাউন্সিলের চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৩, ৬:৩৪:০১ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ প্রেস কাউন্সিলের অনুমতি ছাড়া সাংবাদিকদের গ্রেফতার না করার দাবি জানিয়েছেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে তিনি বলেন, এ আইনে সাংবাদিকরা বেশী গ্রেফতার হচ্ছেন। তবে এ আইনটি মানিনা এসব বলাও আইনত ঠিক না। আমরা এটা বলতে পারি এ আইনের সংস্কার জরুরী।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সুনামগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে সেমিনার ও মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বলেন, দেশে অনলাইনের নামে ত্রাস সৃষ্টি হচ্ছে। এটি বন্ধ করতে হবে। এ জন্য দেশে সাংবাদিকদের ডাটাবেজ তৈরী করছি আমরা। ডাটাবেজ শেষ হলেই কে মূলধারার সাংবাদিক, কে হলুদ সাংবাদিক তা সহজে পরিস্কার হয়ে যাবে। তিনি আরও বলেন, প্রেস কাউন্সিলের ক্ষমতা বাড়াতে হবে। কারও বিরুদ্ধে অসত্য সংবাদ পরিবেশন করে মানহানি করলে প্রেস কাউন্সিল বড়জোর ঐ সাংবাদিককে তিরস্কার করার বিধান রয়েছে। আদালতে জেল জরিমানার বিধান আছে। জেল জরিমানার বিধান রেখে প্রেস কাউন্সিলের ক্ষমতা বাড়ানোর জন্য সরকারের নিকট আহবান জানান তিনি। তিনি সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা ¯œাতক পাশ অথবা কমপক্ষে সাংবাদিকতায় ৫ বছরের অভিজ্ঞতা সনদ থাকতে হবে এমন নীতিমালা প্রণয়ণের মন্তব্য করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশীদের সভাপতিত্বে ও প্রেস কাউন্সিলের সুপারিনটেনডেন্ট মোঃ সাখাওয়াত হোসেনের পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ মাসুদ খান, জেলা তথ্য অফিসার আব্দুস সাত্তার প্রমুখ।