বিয়ানীবাজারে বিএসটিআই’র মোবাইল কোর্ট
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৩, ৭:২৯:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বিয়ানীবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি প্রসাধনী দোকানে ২০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই সিলেট অফিস। সোমবার উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা তাসলিম এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট চালানো হয়।
এসময় নিষিদ্ধ চাঁদনী ও গৌরি স্কীন ক্রীম বিক্রির অপরাধে জামান প্লাজায় মেসার্স আরিফ লেডিস কর্নার এবং কলেজ রোডে মেসার্স ফেন্সি ফেয়ারে আলাদাভাবে ১০ হাজার করে মোটা ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা মো. তারিকুল ইসলাম সুমন প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।