তত্ত্বীয় পরীক্ষার পরই হবে এসএসসির স্থগিত পরীক্ষা
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৩, ৭:৩০:৩৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন চলমান এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হলেই নেওয়া হবে স্থগিত হওয়া পরীক্ষাগুলো। তিনি বলেছেন, এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা যেদিন শেষ হবে, তার পরপরই স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। সোমবার ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ‘বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৩’ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তিনি আরো বলেন, আমরা ২০২৩ সালে নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন শুরু করে দিতে পেরেছি। এ বছর মাধ্যমিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে এবং প্রাথমিকে প্রথম শ্রেণীতে এর বাস্তবায়ন শুরু হয়েছে। ২০২৫ সাল নাগাদ আমরা প্রাক-প্রাথমিক থেকে পুরো শিক্ষাক্রমটি বাস্তবায়ন করব।