জগন্নাথপুরে ভাতিজাদের হামলায় চাচাসহ আহত ৩
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৩, ৭:৪৬:২০ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাড়ির জায়গা বন্টন নিয়ে বিরোধের কারণে ভাতিজাদের হামলায় দুই চাচা ও চাচীসহ একই পরিবারের ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়াপুঞ্জি গ্রামে। হামলায় আহতরা হলেন, চিলাউড়াপুঞ্জি গ্রামের গউছ উদ্দিন (৪৫), তার স্ত্রী স্বপ্না বেগম (৩২) ও ছোট ভাই গয়াছ উদ্দিন (৩৭)।
আহতরাসহ স্থানীয়রা জানান, বাড়ির জায়গা বন্টন নিয়ে দীর্ঘদিন ধরে চাচা গউছ উদ্দিন ও ভাতিজা লাল মিয়া, দুদু মিয়া ও উজ্জল মিয়াদের সাথে বিরোধ চলে আসছে। এ ঘটনায় আদালতে বাটোয়ারা মামলাও চলছে। এর আগেও ভাতিজারা বাঁশের বেড়া দিয়ে চাচার পরিবারকে গৃহবন্দি করাসহ নানাভাবে অত্যাচার করেন। এতে অতিষ্ঠ হয়ে চাচা থানায় মামলাসহ অভিযোগ করেন। যদিও থানা পুলিশের হস্তক্ষেপে বেড়া তুলে দিলে পরিস্থিতি শান্ত হয়।
এরই জের ধরে সোমবার আবার ভাতিজারা বাড়িতে বেড়া দিয়ে চাচার পরিবারকে গৃহবন্দি করেন। এতে প্রতিবাদ করায় ভাতিজারাসহ তাদের লোকজনের হামলায় একই পরিবারের ৩ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের আলোকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনকালে ভাতিজাদের দেয়া বেড়া তুলে দিয়েছেন বলে আহত গউছ মিয়া জানান।