জুড়ীর চার ইউনিয়ন যুবদলের কমিটি বিলুপ্ত
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৩, ৭:৫০:৩৪ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার চারটি ইউনিয়ন যুবদলের কমিটি বিলুপ্ত করেছে উপজেলা কমিটি। এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মুহিত শিপলু ও যুগ্ম আহ্বায়ক সোলেমান আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘উপজেলার ফুলতলা, সাগরনাল, পূর্বজুড়ী ও জায়ফরনগর ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠন করে ইউনিয়ন সম্মেলনের প্রস্তুতি নেয়ার জন্য ইউনিয়ন আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের বারবার নির্দেশ দেয়া হয়। সর্বশেষ গত বছরের ২৯ নভেম্বর প্রেরিত লিখিত পত্রে ২০ কার্যদিবসের মধ্যে ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়। কিন্তু সে নির্দেশ উপেক্ষা করে আজ পর্যন্ত ওয়ার্ড কমিটি গঠন কিংবা নোটিশের জবাব দেয়া হয় নি। সুতরাং দলীয় সিদ্ধান্ত মোতাবেক প্রতিটি ইউনিয়নে যুবদলকে গতিশীল ও শক্তিশালী করার নিষ্ক্রিয় ও দায়িত্ব পালনে কোন ধরণের রাজনৈতিক ভূমিকা না থাকার কারণে ১৩.৫.২০২৩ইং উল্লেখিত ইউনিয়ন যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হইলো।’