জালালাবাদ ব্লাড কানেকশনের আত্মপ্রকাশ
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৩, ৭:৫৪:৫৮ অপরাহ্ন
নিয়মিত রক্তদান একটি ভালো অভ্যাস। রক্তদান করা কোনো দুঃসাহসিক বা স্বাস্থ্যঝুঁকির কাজ নয়। এজন্য একটি সুন্দর মন থাকাই যথেষ্ট। রক্তদাতার শরীরের কোনো ক্ষতি তো হয়ই না, বরং নিয়মিত রক্তদান করলে বেশ কিছু উপকারও পাওয়া যায়। রক্তদানের মাধ্যমে মানুষের মধ্যে নতুন সম্পর্ক ও সেতুবন্ধনের সৃষ্টি হয়।
জালালাবাদ ব্লাড কানেকশনের প্রধান উপদেষ্টা মু. শাহজাহান আলী গত শনিবার সিলেটের একটি অভিজাত হোটেলে জালালাবাদ ব্লাড কানেকশনের আত্মপ্রকাশ ও কমিটি গঠন উপলক্ষে উপরোক্ত কথা গুলো বলেন।
অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন রক্তদানকারী সংস্থার উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে মামুন হোসাইনকে জালালাবাদ ব্লাড কানেকশন সিলেটের সভাপতি ও সালাহ উদ্দিন মিরাজকে সেক্রেটারি ঘোষণা করা হয়। সহ-সভাপতি মনোনীত হন রেজাউল করিম ও কামাল মিয়া। এছাড়াও ৭ সদস্যের নির্বাহী কমিটির সদস্য হন মু. সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আব্দুস সামাদ রনি, এখলাসুর রহমান আবিদ, জহির উদ্দিন, জাবেদ আহমদ ও এইচ.আর হৃদয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আল-ইনসাফ ব্লাড গ্রুপ সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমান হৃদয়, শেখঘাট ব্লাড ডোনেট অরগেনাইজেশনের প্রতিষ্ঠাতা তানভির আহমদ আরাবি, ক্লাব অব ব্লাড ডোনেটরস এর প্রতিষ্ঠাতা পরিচালক সালাহ উদ্দিন মিরাজ, ব্লাড ডোনেশন কমিউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি জায়েদ আহমদ জাদু, ব্লাড ডোনেশন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মু. রেজাউল করিম। রক্তদানের উপকারিতা বিষয়ে বক্তব্য রাখেন, ডা. তাওহীদ চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ যুব ফোরামের সাধারণ সম্পাদক পারভেজ আহমদ, উবায়দুল হক শাহীন, আবু হাসান, আব্দুস সামাদ রনি, ফয়সল আহমদ, এখলাসুর রহমান আবিদ, জুনাইদ আহমদ, আহমদ আল মাসুদ, সারওয়ার আহমদ, মাসুদ রানা প্রমুখ। বিজ্ঞপ্তি