নৌকার জয় হলে নগর ভবন আরও বেশি নারীবান্ধব হবে: জেবুন্নেসা হক
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৩, ৭:৫৯:০৯ অপরাহ্ন
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি সৈয়দা জেবুন্নেসা হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবসময়ই নারীবান্ধব। এই সরকারের আমলে নারীর উন্নয়নে যুগান্তকারী সব পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে। এবারের সিটি করপোরেশন নির্বাচনে তিনি আনোয়ারুজ্জামান চৌধুরীকে মনোনয়ন দিয়েছেন। নৌকার প্রার্থী হিসাবে তিনি নির্বাচনী ময়দানে আছেন। আনোয়ার নিজেও একজন নারীবান্ধব নেতা। তিনি নির্বাচিত হলে নারীর সমস্যা সমাধানের আরও আন্তরিকভাবে কাজ করবেন। ব্যবসা ও সামাজিক ক্ষেত্রে নারীর সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানও করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। এবার নৌকা জয়ী হলে সিলেটের নগরভবন অবশ্যই আরও বেশি নারীবান্ধব হবে।
তিনি সোমবার বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে আয়োজিত নগরীর পেশাজীবি মহিলাদের সাথে পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর উদ্যোগে ও নারী উদ্যোক্তা উন্নয়ন সাবকমিটি আয়োজিত এ পরামর্শ সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক হাসিনা বেগম চৌধুরী।
সৈয়দ আহমেদ বহলুল ও নারী উদ্যোক্তা উন্নয়ন সাব কমিটির চেয়ারম্যান সুষমা সুলতানা রুহির পরিচালনায় অনুষ্ঠিত পরামর্শ সভায় মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আওয়ামী লীগ সবসময় নারীবান্ধব একটি রাজনৈতিক দল। আমি এ দলের একজন কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, নারীর সমস্যা সমাধান করতে না পারলে আমাদের কাংখিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবেনা। তাই দ্রুত ব্যবসা বাণিজ্য এবং চাকরি ক্ষেত্রে নারীর সমস্যা সমাধান করে তাদের এগিয়ে যাওয়ার পথ আরও সুগম করতে হবে। সবাই যদি আমাকে যোগ্য মনে করে নির্বাচিত করেন তাহলে সিলেট সিটি করপোরেশন এলাকার মা বোনদের সমস্যাগুলো চিহ্নিত কওে তা সমাধানে আমি আন্তরিকভাবে কাজ করবো।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিমান্তিকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. আহমেদ আল কবির, সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ, সহ-সভাপতি ফালা উদ্দিন আলী আহমদ, হিমাশু মিত্র, এনামুল মুনীর, রুহুল আমিন চৌধুরী, শামসুন নাহার মিণু, আসমা কামরান, নাজনীন হোসেন, হেলেন আহমদ, ডা. নাজরা চৌধুরী, উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ, বিলকিস নুর, রোকসানা বেগম, মাসুমা আক্তার, ড. নাফিসা শবনমসহ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি