সুনামগঞ্জে বিএসটিআই’র মোবাইল কোর্ট
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৩, ৮:৩৫:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ সদরে তিনটি দোকানে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই সিলেট অফিসের মোবাইল কোর্ট। মঙ্গলবার সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি’র নেতৃত্বের এই অভিযান চালানো হয়।
এসময় নিষিদ্ধ কসমেটিকস পণ্য (গোরি, ডিউ, পার্ল, নিউ ফেস) বাজারজাতকরণের অপরাধে ডিএস রোডের মেসার্স মাসুম ট্রেডার্সে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং নিষিদ্ধ কসমেটিকস পণ্য সংরণ করার অপরাধে দোজা মার্কেটের মেসার্স স্বপ্নীল কসমেটিকস ও মেসার্স অর্ণব গিফট কর্ণারে আলাদা ১ হাজার করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকরা মালামাল জনসমে ধ্বংস করা হয়। মোবাইল কোর্টে বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা মো. আল-আমিন প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।