মৌলভীবাজারে নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৩, ৬:১০:২৭ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে নিরাপদ অভিবাসন বিষযক প্রচারণা ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা কর্মসংস্থান জনশক্তি অফিসের আয়োজনে নিজস্ব হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা কর্মসংস্থান জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো: মোশারফ হোসেন এর সভাপতিত্বে এবং রেডিও পল্লী কন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মেহেদী হাসান এর পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথি ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো: আক্তার হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান।
বক্তব্য রাখেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, আকমল হোসেন নিপু, হোসাইন আহমদ, শেখ সিরাজুল ইসলাম সিরাজ এম এ হামিদ, মোশাহিদ আহমদ প্রমূখ। সেমিনারে বিদেশ গমনকারী কর্মী, ইমাম, সরকারী কর্মকর্তা, সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
সেমিনারে বক্তারা বিদেশ ভ্রমণকালে প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার উপর গুরুত্বরোপ করেন।