মাওলানা আব্দুল হালিম স্মরণে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৩, ৬:১১:৪১ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় তা’লিমুল কুরআন মাদরাসায় মঙ্গলবার সকাল ১০টায় প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুল হালিম (রহ:) স্মরণে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পীর আলতাফুর রহমানের সভাপতিত্বে ও এম.এ. তামিম সিদ্দিকীর পরিচালনায় স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন শায়খুল হাদীস ইসহাক আল মাদানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রিন্সিপাল লুৎফুর রহমান হুমায়দী, মুহাদ্দীস মাহবুবুর রহমান নুমানী, শেখ আবু ছালেহ মুসা, মাহবুবুল আলম, শায়েখ সাদ্দিক মুহাম্মদ ইয়াকুব আযাহারী, মাওলানা আব্দুল হাফিজ মশুদ সিলেট জেলা ইসলামী ঐক্যজোটের সেক্রেটারী ডাঃ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. নাসির উদ্দীন, মাওলানা আকবর আলী, মাওলানা শরীফুদ্দীন, মাওলানা আব্দুল কুদ্দুস, মোঃ নাজিম উদ্দীন, আব্দুল খালিক পাখি, হেলাল উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে তা’লিমুল কুরআন মাদরাসার কৃতি ছাত্রদের সংবর্ধনা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা ইসহাক আল মাদানী বলেন, প্রিন্সিপাল আব্দুল হালিম ছিলেন সত্যিকারের একজন আল্লাহর ওলী। তিনি শাহজালাল জামেয়া ইসলামিয়া পাঠানটুলা কামিল মাদরাসার প্রথম দিকে কিছু ইতিহাস সংক্ষেপে তুলে ধরেন। প্রিন্সিপাল লুৎফুর রহমান হুমায়ীদ বলেন, তিনি সারা জীবন দ্বীনি কাজের জন্য পাগলপারা ছিলেন। তিনি পাঠানটুলা জামেয়া, শাহপরান জামেয়া ইসলামিয়া পীরমহল্লা, কৈলাশ শাহনুর দাখিল মাদরাসা, তানযিমুল কুরআন মাদ্রাসা ও তা’লিমুল কুরআন মাদ্রাসা প্রতিষ্ঠা সহ আরো অসংখ্য মাদরাসা পরিচালনা করেন। এছাড়াও তিনি দীর্ঘদিন সিলেটের শেখঘাট জামে মসজিদ এবং জালালাবাদ জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন।
শেষে মোনাজাতে মরহুমের সকল অবদানকে আল্লাহ যেন কবুল করেন, তাঁকে ক্ষমা করেন এবং আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন বলে দোয়া করা হয়। বিজ্ঞপ্তি