আনোয়ারুজ্জামানের সমর্থনে মহিলা আওয়ামীলীগের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৩, ৭:৫৪:৫১ অপরাহ্ন
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, আওয়ামী লীগ সরকার সবসময় দেশের উন্নয়ন চায়। প্রধানমন্ত্রী দেশের মানুষ যাতে সুখে-শান্তিতে থাকে সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরীকে মনোনয়ন দিয়েছেন। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আসন্ন ২১ জুনের নির্বাচনে আনোয়ারুজ্জামানকে বিজয়ী করতে কাজ করে যাবো।
তিনি মঙ্গলবার দুপুরে শাহপরানে একটি পার্টি সেন্টারে সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানারা বেগমের সভাপতিত্বে ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমেদের পরিচালনায় উদ্বোধকের বক্তব্য রাখেন মেহের আফরোজ চুমকি এমপি। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শীলা এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেলা পারভীন রানু, সাবেক সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেনিগার তন্ময়, সাবেক সদস্য শাহনাজ হাবীব, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সালাম বাছিত, সহ-সভাপতি নাজনীন হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ.জেড রওশন জেবীন রুবা, শামসুন্নাহার মিনু, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট আফসর আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানা, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান, মহানগর মহিলা আওয়ামী লীগের শ্যামলী দাস, জেলার আফিয়া বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি