পর্তুগালে সিলেটি তরুণের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৩, ৮:৫৯:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পর্তুগালে সিলেটি এক তরুণ আত্মহত্যা করেছেন। তার নাম সাজু আহমেদ (২৩)। তিনি ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নে খাগদিওর গ্রামের নোয়াবাড়ির সুরুজ আলীর ছেলে।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টার পর্তুগালের লিসবন শহরে তিনি আত্মহত্যা করেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাজুর পরিবারের ঘনিষ্ঠজন খাগদিওর গ্রামের যুবক রাহেল আহমদ জানান, সাজু ২০২১ সালে পর্তুগাল যান। সম্প্রতি তিনি টেলিফোনে দেশি এক মেয়েকে বিয়ে করেছেন। হঠাৎ কেন কি কারণে সাজু আত্মহত্যা করলো সেটি বলতে পারছি না।