শাবি’র গবেষণাগারে মধ্যরাতে আগুন
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৩, ৯:০২:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। তবে আধা ঘণ্টা পরই ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ‘এ’-এর নিচতলায় ১২৭ নম্বর কক্ষে অবস্থিত পদার্থবিজ্ঞান বিভাগের ‘নন-লিনিয়ার অপটিকস ল্যাব’। রাত পৌনে ২টার দিকে ওই গবেষণাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন গোলচত্বরে আড্ডারত কয়েক শিক্ষার্থী ওই গবেষণাগারে আগুন দেখতে পেয়ে নিরাপত্তাকর্মীদের অবহিত করেন। খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল স্থানটি পুরোপুরি ঝুঁঁকিমুক্ত করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা তাদেরকে সহায়তা করেন।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরী দৈনিক জালালাবাদকে বলেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে কিছু আসবাব ও ইলেকট্রনিক সামগ্রী পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে বুধবার সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এর প্রধান হিসেবে আছেন অধ্যাপক মো. আরিফুল ইসলাম। দ্রুত তারা প্রতিবেদন জমা দেবেন।