কানাইঘাটে বিশ্ব মা দিবসে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৩, ৯:০৪:০৮ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি :
বিশ্ব মা-দিবস ২০২৩ উপলক্ষে কানাইঘাটের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা সভাকক্ষে বিশ্ব মা দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমদাদুল হকের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামছুল নাহারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম। বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, থানার এস.আই মিজানুর রহমান, কানাইঘাট প্রেসক্লাবের সহ সভাপতি শাহিন আহমদ সহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ।
মা দিবসের আলোচনা সভা শেষে কিশোর-কিশোরী ক্লাবের ২ জন সদস্যের মাকে উৎসাহ প্রদানের জন্য সম্মাননা পুরষ্কার প্রদান ও আইজিএ প্রকল্পের ফ্যাশন ডিজাইন ও ক্রিস্টাল শো-পিছ ট্রেডের প্রশিক্ষণার্থী ৫০ জনকে ১২ হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতার চেক প্রদান করা হয়।