জনসমাবেশ সফলে বিএনপির প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৩, ৫:৩৬:৪১ অপরাহ্ন
উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, বিদ্যুতের লোডশেডিং আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবীতে সিলেটে ১৯ মে শুক্রবার জনসমাবেশ করবে সিলেট জেলা ও মহানগর বিএনপি। জনসমাবেশ সফল করতে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে নগরীর একটি হোটেলে আয়োজিত যৌথ সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
সভায় বক্তারা বলেন, আওয়ামীলীগের দুঃশাসন, ভয়াবহ লুটপাট ও দুর্নীতির কারণে দেশের সাধারণ মানুষ আজ মানবেতর জীবন যাপন করছে। দ্রব্যমূল্যের অব্যাহত উর্ধ্বগতির কারণে মধ্যবিত্ত, নি¤œ মধ্যবিত্ত ও নি¤œবিত্ত মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। এমন অবস্থায় দেশবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ১০ দফা দাবীর পক্ষে ঐক্যবদ্ধ। এসব দাবী বাস্তবায়নের লক্ষে দেশে গণতান্ত্রিক আন্দোলন চলমান রয়েছে। এই আন্দোলনের ধারাবাহিকতায় ১৯ মে শুক্রবার সিলেটে জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
সভায় সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এডভোকেট আশিক উদ্দিন আশুক, শহিদ আহমদ চেয়ারম্যান, রেজাউল হাসান কয়েস লোদী, নজিবুর রহমান নজিব, ইশতিয়াক আহমেদ সিদ্দিকি, হাসান আহমেদ পাটোয়ারী, তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক, মামুনুর রশিদ মামুন, সুরমান আলী, আব্দুর রহমান, এড. আবু তাহের, কোহিনূর আহমদ, সৈয়দ সাফেক মাহবুব, শাকিল মোর্শেদ, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, হেলাল উদ্দিন আহমদ, শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, এড মোমিনুল ইসলাম মোমিন, মতিউল বারী চৌধুরী খুর্শেদ, সৈয়দ খিজির হোসেন এনু, তাজ উদ্দিন মাসুম, জালাল খান, কাজী মেরাজ, মাহবুব আলম, অর্জুন ঘোষ, আহাদ চৌধুরী শামীম, মনিরুল ইসলাম তুরন, শুয়াইব আহমদ, আব্দুল আহাদ, হাবীবুর রহমান, বেলায়েত হোসেন মোহন, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, আব্দুল মালেক, আফসর খান, কয়েস আহমদ, ফজলে রাব্বী আহসান, দেলোয়ার হোসেন দিনার, শাহিন আলম জয়, সুমেল আহমেদ চৌধুরী, রায়হান এইচ খান, আব্দুল আহাদ, সোহেল ইবনে রাজা, তোফায়েল আহমেদ, রাসেল আহমদ রানা, মাশরুর রাসেল, ফয়সল আহমদ, আব্দুস সামাদ লস্কর মুমিন, তানভীর আহমদ চৌধুরী, সাজ্জাদ হোসেন, সেলিম আহমেদ, আজহার আলী অনিক, মো এলিন শেখ, আবুল কালাম, সেলিম আহমদ, আজমল হোসেন অপু, জয়নাল আবেদিন রাহেল, আশরাফুল আলম মাহী প্রমুখ। বিজ্ঞপ্তি