৪নং খাদিমপাড়া ইউপি’র চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৩, ৫:৪৩:৩৮ অপরাহ্ন
সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। দেশের মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে সেই লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। জনগণের ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন। নিজ নিজ এলাকার উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব যেন আপনার পালন করেন সেই দিকে লক্ষ্য রাখবেন।
তিনি বৃহস্পতিবার সকাল ১১টায় ৪ নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নব-নির্বাচিত চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ ও ইউনিয়ন সদস্যদের মাঝে দায়িত্ব হস্তান্তরকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
৪ নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট মো. আফছর আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড সদস্য মো. আব্দুল মছব্বির। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৪নং খাদিমপাড়া মসজিদের ইমাম মাওলানা মখলিছুর রহমান। গীতা পাঠ করেন সুস্মিতা রানী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড সদস্য জামাল আহমদ, ২ নং ওয়ার্ড সদস্য আল আমিন, ৩নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম, ৪ নং ওয়ার্ড সদস্য জুবের আহমদ, ৫ নং ওয়ার্ড সদস্য তাজুল ইসলাম, ৬ নং ওয়ার্ড সদস্য শাহজাহান আহমদ, ৭ নং ওয়ার্ড সদস্য সবুজ আলী, ১০ নং ওয়ার্ড সদস্য ফরিদ উদ্দিন, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার সেলিনা বেগম শেলি, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার শাহানা বেগম, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার নাজিয়া বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি