মাওলানা মুহিব্বুল হকের ইন্তেকালে উত্তর জেলা জামায়াতের শোক
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৩, ৭:৫৬:২৮ অপরাহ্ন
সিলেটের শীর্ষস্থানীয় আলেমেদ্বীন, জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার মুহতামিম, বাংলাদেশ উলামা পরিষদের সভাপতি ও আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শায়খুল হাদিস মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তর শাখা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা (উত্তর) আমীর হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান, জেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন ও মাওলানা মাসুক আহমদ বৃহস্পতিবার শোক প্রকাশ করে এক যৌথ বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয় স্বজন ও গুনমুগ্ধ শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি