রোববার মহাকাশে প্রথম নারী নভোচারী পাঠাচ্ছে সৌদি
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৩, ৮:০৮:৫৯ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) মিশনে যোগ দিতে যাচ্ছেন সৌদি আরবের প্রথম নারী নভোচারী হিসেবে রায়ানাহ বার্নাবি। সঙ্গে আছেন আরেক সৌদি পুরুষ নভোচারী আলি আল-কারনির। আগামী ২১ মে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইসিসি) উদ্দেশে রওনা হবেন দুই নভোচারী। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।
প্রতিবেদন জানানো হয়, অ্যাক্সিওম মিশন-২-এর জন্য মার্কিন কমান্ডার পেগি হুইটসন এবং পাইলট জন শফনারের সঙ্গে যোগ দেবেন রায়ানাহ ও আলি। বেশ কয়েকবার বিলম্বিত হওয়ার পর আগামী ২১ মে এ অভিযান শুরু হতে যাচ্ছে। এ অভিযানের মাধ্যমে নতুন ইতিহাস গড়বেন দুই সৌদি নভোচারী।
এক্সিওম স্পেসের পরিচালিত আইএসএস মিশনের জন্য ক্রুরা স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে করে যাত্রা করবেন। মাইক্রোগ্র্যাভিটিতে স্টেম সেল বৃদ্ধিসহ ২০টি ভিন্ন ভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করতে মহাকাশে ১০ দিন থাকবেন তারা। মঙ্গলবার অরল্যান্ডোয় এক প্রেস কনফারেন্সে আল-কারনি বলেন, ‘আপনাদের কাছে পেয়ে এবং এই চমৎকার মিশনের অংশ হতে পেরে আমরা সত্যিই সম্মানিত ও সৌভাগ্যবান।’