মুহিবুল হক গাছবাড়ীর মৃত্যুতে প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৩, ৮:০৮:৪৭ অপরাহ্ন
জামিয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম মাওলানা মুহিবুল হক গাছবাড়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু এক শোকবার্তায় বলেন, বিশিষ্ট এই আলেম আমৃত্যু দ্বীন ইসলামের খেদমতে কাজ করে গেছেন। অসংখ্য আলেম-উলামা তৈরি করেছেন। তাঁর মৃত্যু অপূরণীয় ক্ষতি।
নেতৃবৃন্দ, মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।