জৈন্তাপুরে ট্রাক-পিকআপের সংঘর্ষে আরো ১ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৩, ৯:০০:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুর উপজেলায় গরুবোঝাই ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আরো ১ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।
সর্বশেষ মারা যাওয়া যুবকের নাম রায়হান আহমদ (২০)। তিনি জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের তেলজুড়ি গ্রামের আরব আলীর ছেলে এবং পিকআপ ভ্যানের চালক ছিলেন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে গরুবোঝাই ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জৈন্তাপুরের লুৎমাইল হেলিরায় গ্রামের হাবিব উল্লার ছেলে নুরুল হক (৪৫) ও একই গ্রামের ইউসুফ আলীর ছেলে সায়েদ আলী (৩৫) মৃত্যু হয়। তারা দু’জনই কৃষক।
সিলেটের তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম বলেন, দুর্ঘটনায় প্রথমে দু’জন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে আরো একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে দুটি গাড়ি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহত তিনজনের লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তিনটি পরিবারে কাছে হস্তান্তর করা হবে।