সড়ক দুর্ঘটনায় আহত অটো চালকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৩, ৯:০৫:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় আহত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার সকাল সাড়ে ৭টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ব্যক্তির নাম মো. শামসুল মিয়া (৩৬)। তিনি উপজেলার দশঘর ইউনিয়নের ধরারাই গ্রামের মৃত আবদুল কাদিরের ছেলে।
এর আগে গত মঙ্গলবার বিকেল ৫টায় বিশ্বনাথ পৌরশহরের হরিকলস রোডে সড়ক দুর্ঘটনার শিকার হন শামসুল মিয়া। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুইদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার তিনি মারা যান।