কোম্পানীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৩, ৯:১১:০৫ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম থেকে সুজন মিয়া (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে ভোলাগঞ্জ রুস্তমপুর গ্রামের আতাবুর রহমান আতাই এর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা গুচ্ছগ্রামে মাহমদ আলীর কলোনীর বারান্দার চালের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সুজনের লাশ দেখতে পায়। এ সময় লাশের পা মাটিতে লাগানো ছিল। তারা আরো জানান কলোনীর বারান্দার উচ্চতা খুবই কম ছিল। এখানে দাঁড়ালে সে হাত দিয়ে বারান্দার চাল ধরতে পারবে। এ ছাড়াও লাশের পায়ের নিচে একটি প্লাস্টিকের চেয়ারও ছিল। এদিনই লাশ পোস্টমর্টেম শেষে আসরের নামাজের পর দাফন করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সুজন বিয়ে করার পর ঐ কলোনীতে বসবাস করে আসছে। প্রায়ই তাদের স্বামী-স্ত্রীর মাঝে ঝামেলা হতো। যে জায়গায় ফাঁস লাগা অবস্থায় পাওয়া গেছে সেখানে কেউ ফাঁস লাগতে পারবে না। কেউ হয়তো পরিকল্পিত ভাবে এমনটি করে থাকতে পারে।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন করেছে। লাশ পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।