কুলাউড়ায় সন্ত্রাসী হামলায় ২ বিট কর্মকর্তা আহত
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৩, ৯:১৪:৩৩ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া বনবিভাগের ভাটেরা বিট কর্মকর্তা হাফিজুর রহমান (৩৫) ও পিএম ফরমান আলী (৩২) সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। আহত দুইজনকে কুলাউড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ভাটেরা ফরেষ্ট অফিস সংলগ্ন কুলাউড়া-সিলেট রেললাইন সংলগ্ন স্থানে।
বনবিভাগ সুত্রে জানা যায়, ভাটেরা হিল রিজার্ভে টহল শেষ করে বিট কর্মকর্তা হাফিজুর রহমান ও স্টাফ ফরমান আলী রাত ৯ টার দিকে ভাটেরা অফিসে মোটর সাইকেলযোগে ফেরার পথে বিট অফিস সংলগ্ন রেললাইনের পাশের্ ৪/৫ জনের একটি সন্ত্রাসীদল দা ও লাঠিসোটা দিয়ে তাদের উপর হামলা করে। হামলায় ধারালো অস্ত্রাঘাতে পিএম ফরমান আলী মাথায় ও বিট অফিসার হাফিজুর রহমানকে লাঠির আঘাতে মারাত্মক জখম করে। পরে তাদের চিৎকারে এলাকাবাসী আহতদের উদ্বার করে কুলাউড়া সদর হাসাপাতালে নিয়ে ভর্তি করা হয়।
বনবিভাগের কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন জানান, এ ঘটনায় বৃহস্পতিবার কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত পুলিশি পদক্ষেপ গ্রহণের জন্য কুলাউড়া থানার অফিসার ইনচার্জকে অনুরোধ করেছেন বলে জানান।